আবুল খায়ের কোম্পানীতে জনবল নিয়োগ
ঢাকা, রংপুর, দিনাজপুরসহ কয়েক জেলায় আবেদন করা যাবে।

আবুল খায়ের টোব্যাকো কোম্পানী লিমিটেড-এ ট্রেড মার্কেটিং অফিসার পদে জনবল নিয়োগ দেয়া হয়েছে। ঢাকা, রংপুর দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, , নীলফামারী (সৈয়দপুর) অঞ্চলের প্রার্থী আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীকে কমপক্ষে মাস্টার্স পাশ হতে হবে। কোনও পরীক্ষাতেই তৃতীয় শ্রেনি অথবা সমমান সিজিপিএ অর্জনকৃত প্রার্থী আবেদন করতে পারবেন না।
এ সংশ্লিষ্ট কাজের ওপর প্রার্থীর কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এছাড়াও, প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ হবে। প্রার্থীকে সিগারেট বিপনণের ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শুধুমাত্র পূরুষরাই আবেদন করতে পারবেন। প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফিট ৬ ইঞ্চি হতে হবে। দলের সাথে কাজ করা জন্য প্রার্থীর নিজস্ব দক্ষতা থাকতে হবে। চাপের মধ্যে কাজ করার দক্ষতা থাকতে হবে।
দায়বদ্ধতা গ্রহণের পাশাপাশি প্রতিশ্রুতিবদ্ধ এবং সততার সাথে কাজ করতে হবে। প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালনায় দক্ষ থাকতে হবে।
প্রার্থীকে মাসিক ৪০ হাজার টাকা বেতন দেয়া হবে। এছাড়াও কোম্পানীর নীতি অনুসারে অন্যান্য সুবিধাও দেয়া হবে।
আবেদনের শেষ তারিখ ৩১ জুলাই ২০২১।
সূত্র: বিডি জব’স।
লিংক: https://jobs2.bdjobs.com/Details?id=978541&fcatId=-1&ln=1&JobKeyword=Rangpur