ভেঙে পড়ল স্কুলের পরিত্যক্ত ভবন, ৪ শিক্ষার্থী হাসপাতালে
সব শিক্ষার্থীই শিশু
নিউজডোর ডেস্ক ♦ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত স্কুল ভবন ভেঙে পড়ে আহত হয়েছে চার শিশু শিক্ষার্থী। আজ বেলা সাড়ে ১২ টার দিকে পৌর এলাকা পশ্চিম পাইকপাড়া শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলেন- হাবিবা (৭), সামিয়া (৭), মারিয়া (৮) এবং নাজমুল (১২)। তাদের ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর: কালেরকণ্ঠ’র
প্রত্যাক্ষদর্শীরা জানান, সরকারিভাবে পরিচালিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি আগে টিনশেড থাকলেও এবং আধাপাঁকা ভবনে ক্লাস করানো হয়। দুপুরে স্কুল ছুটির পর শিক্ষার্থীরা পুরাতন সেই টিশেড ঘরের পাশ দিয়ে যাচ্ছিল তখনই হঠাৎ করে ঘরটি ভেঙে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার অভিযান চালায়।