দিনাজপুর র্যাবের অভিযানে মাদকসহ আটক-১
সিন্ডিকেটের মাধ্যমে ট্যাবলেট সংগ্রহ করে বিভিন্ন বয়সীদের কাছে বিক্রি করত ওই মাদক ব্যবসায়ী

নিউজডোর ডেস্ক ♦ দিনাজপুর র্যাবের অভিযানে ৪’শ টি নেশা জাতীয় ট্যাপেন্টা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে।
সোমবার (১৬ মে) গোপন সংবাদের ভিত্তিতে জেলার দিনাজপুর পৌরসভা এলাকার ৩ নং ওয়ার্ডের দক্ষিণ মুন্সিপাড়া এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার র্যাবের সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজডোরকে এতথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ী মো. মমিনুল ইসলাম (৩১) জেলার বিরলের উত্তর বহুলা এলাকার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মমিনুল দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে তিনি এ নেশা জাতীয় ট্যাবলেট সংগ্রহ করে বিভিন্ন বয়সী মাদকসেবীদের নিকট বিক্রি করত।
র্যাব বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন।