রংপুরে ড. এম এ ওয়াজেদের জন্ম বার্ষিকী পালন (ভিডিও)
শ্রদ্ধা নিবেদন শেষে বিশেষ মোনাজাত
নিউজডোর ডেস্ক: বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ড. এম এ ওয়াজেদের ৮১ তম জন্মবার্ষিকী রংপুরে পালন হয়েছে। বৃহস্পতিবার সকালে রংপুরে নিজ জন্মস্থান পীরগঞ্জের ফতেপুরে বিভাগীয় ও জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারের দপ্তর এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী য়ো হয়। রংপুর বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মো. আবু জাফর। এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসিবুর রশীদ। তারপরে বিভিন্ন সরকারি দপ্তর ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেন করে। এরপর ড. এম এ ওয়াজেদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ড. এম এ ওয়াজেদ ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জের ফতেহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিন ভাই ও চার বোনের মধ্যে তিঁনি ছিল কনিষ্ঠ। তিনি চককরিম সরকারি প্রাথমিক বিদ্যালয় পাশ করে রংপুর জিলা স্কুলে ভর্তি হন। ১৯৫৬ সালে সেখান থেকে ম্যাট্রিক পাশ করে ১৯৫৮ সালে রাজশাহী সরকারি কলেজ থেকে ইন্টারমেডিয়েট পাশ করেন। এরপর ১৯৬২ সালে তিনি ঢাকা বিশ^বিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে এমএসসি পাশ করে ১৯৬৭ সালে লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।