বেরোবিতে ব্যবস্থাপনা বিভাগ ও সহকারী প্রভোস্টের দায়িত্বে দুই শিক্ষক
বেরোবি প্রতিনিধি ♦ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. এমদাদুল হককে নতুন বিভাগীয় প্রধান হিসেবে এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের প্রভাষক সোমাইয়া তাবাচ্ছুমকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সহকারী প্রভোস্ট হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদের নির্দেশে রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক চিঠিতে তাদের উল্লিখিত পদে দায়িত্ব প্রদান করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে এই নিয়োগ আদেশ চলতি বছরের ৫ ফেব্রæয়ারি থেকে পরবর্তী তিন বছরের জন্য বলবৎ থাকবে। অন্যদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সহকারী প্রভোস্ট হিসেবে নিয়োগ আদেশটি চলতি বছরের ১ ফেব্রæয়ারি থেকে পরবর্তী দুই বছরের জন্য বলবৎ থাকবে।