সিরিজ বোমা হামলার আজ ১৮ বছর
নিউজডোর ডেস্ক ♦ আজ দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৮ বছর পূর্ণ হলো। ২০০৫ সালের এই দিনেসন্ত্রাসী সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) দেশের ৬৩ টি জেলায় একযোগে একের পর এক বোমা হামলা করে সন্ত্রাসী সংগঠনটি।
এদিন মন্সীগঞ্জ ছাড়া সব জেলায় প্রায় পাঁচশ পয়েন্টে বোমা হামলা পরিচালনা করা হয়। এতে দুইজন নিহতসহ আহত হয়েছিলেন কমপক্ষে ১০৪ জন।
পুলিশ সদর দফতর ও র্যাবের তথ্য অনুযায়ী, ঘটনার পরপরই সারাদেশে ১৫৯টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ডিএমপিতে ১৮ জন, সিএমপিতে ৮ জন, আরএমপিতে ৪ জন, কেএমপিতে ৩ জন, বিএমপিতে ১২ জন, এসএমপিতে ১০ জন, ঢাকা রেঞ্জে ২৩ জন, চট্টগ্রাম রেঞ্জে ১১ জন, রাজশাহী রেঞ্জে ৭ জন, খুলনা রেঞ্জে ২৩ জন, বরিশাল রেঞ্জে ৭ জন। সিলেট রেঞ্জে ১৬টি, মামলা, রংপুর ও ময়মনসিংহ রেঞ্জে ৮টি করে মামলা, এছাড়াও রেলওয়ে রেঞ্জে ৬ ও ৩টি মামলা রয়েছে।
এতে ১৪২টি মামলা হয়েছে আদালতে। বাকি ১৭টি মামলায় ঘটনা সত্য হলেও আসামি শনাক্ত না হওয়ায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়। এসব মামলায় ৯৬১ জনকে গ্রেফতার এবং ১ হাজার ৭২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।