গার্ডার পড়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু
মৃতের তালিকায় ২ বছরের শিশু জাকিয়াও রয়েছে

নিউজডোর ডেস্ক ♦ রাজধানীর উত্তরার জসীমউদ্দীন এলাকার আড়ং শোরুমের সামনে বিআরটির একটি গার্ডার পরে নিহত হয়েছে শিশুসহ পাঁচজন। এতে আহত হয়েছেন আরও দু’জন। সোমবার বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা যায়। ঘটনাস্থলে গাড়ির মধ্যে মৃত্যবরণ করেন মো. রুবেল (৫০), ফাহিমা (৪০), ঝর্ণা (২৮), জান্নাত (৬) এবং জাকিয়া (২)। এছাড়াও আহতরা হলেন, হৃদয় (২৬) ও রিয়া (২১)।
পুলিম জানায়, বিকেলের দিকে গার্ডারটি ভেঙে একটি প্রাইভেট কারের ওপর পড়ে। গাড়ির মধ্য থেকে আহত অবস্থায় দু’জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের মরদেহ উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো সহয়েছে।