আইসিসির দশক সেরা একাদশে সাকিব
নিউজডোর স্পোর্টস ডেস্ক ♦ ২০১৯ সালের বিশ্বকাপে নিজের অসাধারণ প্রতিভা দেখিয়ে বর্ষসেরা একাদশে জায়গা করে নেন বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। তবে এবার আইসিসি থেকে আরও বড় ধরণের স্বীকৃতি পেলেন সাকিব। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র দশক সেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।
রোববার বিকেলে আইসিসি গত ১০ বছরের (দশক) সেরা ওয়ানডে একাদশ প্রকাশ করে। একাদশে সাকিবই একমাত্র বাংলাদেশি। এশিয়াতে সাকিব ছাড়া রয়েছেন আরও ৪ জন ক্রিকেটার। তবে একাদশে নেই পাকিস্তানের কোনও খেলোয়াড়।
একাদশে অধিনায়কের মর্যাদা পেয়েছেন ২০১১ বিশ্বকাপ জেতানো ভারতের মহেন্দ্র সিং ধোনি। এছাড়া ভারতের রয়েছেন ওপেনার রোহিত শর্মা ও বিরাট কোহলি। এছাড়াও শ্রীলঙ্কারে রয়েছেন লাসিথ মালিঙ্গা।
আইসিসির সেরা ওয়ানডে দল: রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেট রক্ষক), বেন স্টোকস, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ইমরান তাহির ও লাসিথ মালিঙ্গা।