আজকালের মধ্যে কমবে গরম, হতে পারে বৃষ্টিও
নিউজডোর ডেস্ক ♦ রংপুরসহ দেশের কয়েকটি বিভাগে মৃদু থেকে মাঝারি ধরণের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ কিছুটা কমতে পারে এবং হতে পারে বৃষ্টিও। সোমবার (২৪মে) সকালে আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে এতথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল চট্টগ্রাম ও সিলেটে মৃদু থেকে মাঝারি ধরণের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের কোথাও কোথাও ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ারও সম্ভাবনা রয়েছে।