আমদানী নির্ভরতা কমাতে রংপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষাবাদের উপর গুরুত্বারোপ
স্টাফ রিপোর্টার ♦ আমদানী নির্ভরতা কমাতে রংপুরে গ্রীষ্মকালীন পেয়াজ চাষাবাদের উপর গুরুত্বারোপ করেছে কৃষি বিভাগ। এরই অংশ হিসেবে কৃষি পূর্নবাসন কর্মসূচীর আওতায় গ্রীস্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধির জন্য প্রনোদনা কর্মসূচীর আওতায় চারা বিতরণ ও রোপন কার্যক্রম শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বুধবার বিকেলে পীরগাছা উপজেলা চত্ত্বরে পেঁয়াজের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, কৃষি সম্প্রসারণ রংপুর অঞ্চলের অতিঃ পরিচালক বিধু ভূষণ রায়। এ সময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ওবায়দুর রহমান মন্ডলসহ অন্যরা। শেষে কৃষক মাঠে পেঁয়াজ রোপন পর্যবেক্ষণ করেন কৃষি কর্মকর্তারা।