উন্নয়নকাজের মাধ্যমে পকেt ভারী করার সুযোগ নেই: কাদের
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণপ্রকল্পের উদ্বোধন
নিউজডোর ডেস্ক ♦ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উন্নয়নকাজের মাধ্যমে পকেট ভারী করার সুযোগ নেই। শতভাগ স্বচ্ছতার সাথে কাজ করতে হবে। শনিবার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণপ্রকল্পের উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আগামী বছরের জুনে উদ্বোধন করা হবে পদ্মাসেতু। বঙ্গবন্ধু কর্ণফুলী টানেলও চালু ২০২২ সালে।
এক্সপ্রেসওয়ের কাজ চলাকালে জনগণের যেন ভোগান্তি না হয় উল্লেখ করে মন্ত্রী বলেন, এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৯০০ কোটি টাকা। ২০২৬ সালের জুন মাসে এ প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।