একই ব্যক্তি ৫টি পদে চাকরি করছে ১৫ বছর ধরে
ঠাকুরগাঁও প্রতিনিধি ♦ ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জ অধিক বীজ উৎপাদন কেন্দ্রের উপ-সহকারি পরিচালক নিজের পদ ছাড়া ওই দপ্তরের উর্ধতন কর্তৃপক্ষকে ম্যানেজ করে ৫ পদ দখল করে আছেন দাম ১৫ বছর। এনিয়ে ওই অফিসের অন্যান্য কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
জানা যায়, উপ-সহকারি পরিচালক মো: জসিউর রহমান নিজের পদ ছাড়া ওই অফিসের প্রসেসিং বিভাগ, ব্লক সুপারভাইজার, হিসাব রক্ষক, গুদাম রক্ষক এবং ষ্টেশনারী বিভাগের অতিরিক্তি দায়িত্বে দীর্ঘ ১৫ বছর থেকে কর্মরত আছেন।
অপদিকে জামাত শিবির সমর্থিত জসিউর রহমান ২০০৫ সালে ৭ই জুন শীবগঞ্জ অধিক বীজ উৎপাদন কেন্দ্রে উপ-সহকারি পরিচালক পদে যোগদান করেন। যদিও নিজ জেলায় চাকুরী করার নিয়ম না থাকলেও একই জায়গায় বহাল তবিয়তে ১৫ বছর চাকুরী করে যাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একই কার্যালয়ের এক কর্মচারী বলেন, দুর্নীতি দমন কমিশনের পক্ষে থেকে তদন্ত করলে জসিউর রহমানের রাতারাতি শহরে বিলাশ বহুল বাড়ি, গাড়িসহ সম্পদের প্রকৃত তথ্য বেরিয়ে আসবে।
এ ব্যাপারে জসিউর রহমানের সাথে কথা বললে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন আমার বদলী হয়েছে। আগামী রোববার গবিন্দগঞ্জে গিয়ে যোগদান করবো ।