এবার ঈদের নামাজে যেসব নিয়ম মানতে হবে
রংপুরসহ সারা দেশে ঈদের জামায়াতে বাড়তি সতর্কতা অবলম্বন মসজিদ কর্তৃপক্ষের
স্টাফ রিপোর্টার ♦ করোনা মহামারির কারণে রংপুরসহ সারা দেশে ঈদের জামায়াতে বাড়তি সতর্কতা অবলম্বন করবেন মসজিদ কর্তৃপক্ষ।
সরকারি নির্দেশনা অনুযায়ী মসজিদে ঈদের নামাজের পুর্বে সম্পুর্ণ মসজিদ জীবানুনাশক দিয়ে পরিস্কার করা হবে। যাতে করে করোনা বিস্তার লাভ না করে।
মুসল্লিদের অবগত করতে মসজিদের সামনে মাস্ক পরিধান সম্মিলিত সচেতনতমূলক পোস্টার প্রদর্শন করা হবে।
করোনার বিস্তার ঠেকাতে কাতারে দাড়ানোর ক্ষেত্রে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি অনুসরণ নিশ্চিত করা হবে।
এককাতার অন্তর অন্তর কাতার তৈরি,মসজিদের সামনে হ্যান্ড স্যানিটাইজার বা সাবান-পানির ব্যবস্থা রাখার জন্য স্থানীয় মসজিদ কমিটি মূল ভ‚মিকা পালন করবে।
সরকারি নির্দেশনা অনুযায়ী রংপুরের ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে মহল্লা ভিত্তিক মসজিদে।রংপুর জেলার প্রায় ছয় হাজার মসজিদে সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সুবিধাজনক সময়ে স্বাস্থ্যবিধি মেনে ঈদ জামাত আদায়ের ব্যবস্থা করা হচ্ছে।
সকাল ৮ টায় ঈদুল আযহার ১ম জামাত অনুষ্ঠিত হবে রংপুর জেলা মডেল মসজিদে এবং হযরত মাওলানা কেরামত আলী রহঃ মাজার সংলগ্ন কেরামতিয়া মসজিদে ।
রংপুর জেলা মডেল মসজিদে এবং হযরত মাওলানা কেরামত আলী রহঃ মাজার সংলগ্ন কেরামতিয়া মসজিদে ২য় জামাত হবে সকাল ৯টায় ।