করোনা রোগীর চিকিৎসায় হাইফ্লো ন্যাজাল কেনুলা প্রদান
এহসানুল হক সুমন ♦ রংপুর স্বাস্থ্য বিভাগের কাছে ৪টি হাইফ্লো ন্যাজাল কেনুলা যন্ত্র ও অন্যান্য যন্ত্রপাতি প্রদান করেছে চিকলি ওয়াটার পার্ক। এ হাইফ্লো ন্যাজাল কেনুলা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে সরবরাহ করা হবে।
মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ মিলনায়তনে কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। বক্তব্য রাখেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ রেজাউল করিম, কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মাহফুজার রহমান, সিভিল সার্জন হিরম্ব কুমার রায়, সাংবাদিক মেরিনা লাভলী, সিটি কাউন্সিলর মোখলেছুর রহমান তরু, হারাধন রায় হারাসহ রংপুর মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসক।
সভায় বক্তারা বলেন, রংপুর বিভাগে করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়লেও সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পায়নি। ফলে সংক্রমণ বেড়েই চলেছে। রোগীর চাপের কারণে বর্তমানে চিকিৎসা সামগ্রীরও সংকট দেখা দিয়েছে। যা সরকারের একার পক্ষে সামাল দেয়া সম্ভব না। তাই বিত্তবাণরা চিকলী ওয়াটার পার্কের মত এগিয়ে আসলে সকল করোনা রোগী সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত হবে।