করোনার টিকা নিলেন রাষ্ট্রপতি

নিউজডোর ডেস্ক ♦ করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন দেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নুল আবেদীন জানিয়েছেন, বুধবার বিকেল ৫টার দিকে বঙ্গভবনে করোনার প্রথম ডোজ নিয়েছেন রাষ্ট্রপতি।
এর আগে গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন। গত ২৭ জানুয়ারি ভার্চ্যুয়ালি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে করোনা টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
দেশে জাতীয়ভাবে করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু হয় গত ৭ ফেবুয়ারি। জানা গেছে মঙ্গলবার পর্যন্ত ৪০ লাখ ১৩ হাজার মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছেন।