কুড়িগ্রামে জেলা লিগ্যাল এইড কমিটির সংবেদনশীলতা সেশন অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি ♦ মানব পাচার, লিঙ্গ ভিত্তিক সহিংসতা এবং চরম সহিংসতার শিকার ব্যক্তিদের আইনগত অধিকার বিষয়ক সংবেদনশীলতা সেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল অফিসস্থ জেলা লিগ্যাল এইড অফিসের ক্লায়েন্ট হলরুমে সেশনের উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড অফিসার মো. কুদরাত ই খোদা।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর এডভোকেট এসএম আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মুসা মিয়া, সাধারণ সম্পাদক এডভোকেট আমজাদ হোসেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, বেসরকারি এনজিও এইড কুমিল্লার প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
অধিবেশনে প্রধান অতিথি জানান, কুড়িগ্রাম লিগ্যাল এইড অফিসের মাধ্যমে গত ২০২০ অর্থ বছরে ৪২৯জনকে আইনি সহায়তা প্রদান করা হয়। মামলায় সহায়তা প্রদান করা হয় ১১৫জনকে। এছাড়াও সফল মেডিয়েশন করা হয় ২৩৩টি। জেলা লিগ্যাল এইড কমিটি ও এইড কুমিল্লার যৌথ আয়োজনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে অনুষ্ঠানে আইনজীবী, ইউপি চেয়ারম্যান, ইমাম ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।