কুড়িগ্রামে যুব সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
৯টি উপজেলায় মোট ৭৬জন যুব-যুবাকে এ প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।
কুড়িগ্রাম প্রতিনিধি ♦ কুড়িগ্রামে যুব সাংবাদিকতা ও নিউজলেটার প্রকাশনা বিষয়ক দু’দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ আগস্ট) স্থানীয় আরডিআরএস প্রশিক্ষণ কক্ষে ২০ জন যুব-যুবা প্রশিক্ষণে অংশ নেন।
বাল্যবিবাহরোধ ও নিউজলেটার প্রকাশনা বিষয়ক প্রশিক্ষণটির উদ্বোধন করেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট আহসান আহমেদ নীলু।
সিডা ও প্লান্ট ইনস্টারন্যাশনালের আর্থিক সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ’র বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের মাধ্যমে জেলার ৯টি উপজেলায় মোট ৭৬জন যুব-যুবাকে এ প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।
প্রশিক্ষণটি পরিচালনা করেন সাংবাদিক হুমায়ুন কবির সূর্য ও রুবেল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, আরডিআরএস’র জেলা সমন্বয়কারী তপন কুমার সাহা, প্রকল্প সমন্বয়কারী আব্দুল্লাহ্ আল মামুন, একেএম আরিফুজ্জামান প্রমুখ।