কুড়িগ্রামে শৈত্য প্রবাহে জন জীবনে ভোগান্তি

কুড়িগ্রাম প্রতিনিধি ♦ কুড়িগ্রামে শৈত্যপ্রবাহের কারণে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। ঘন কুয়াশা আর হিম ঠান্ডাহাওয়ায় ছিন্নমুল খেটে খাওয়া মানুষ পরেছে চরম বিপাকে। ভোর থেকেই দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছেনা। ঘন কুয়াশার চাদরে ঢাকা পরে থাকছে চারদিক। টিপ টিপ বৃষ্টিরমত পরছে কুয়াশার ফোটা।
বুধবার সকালে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় যানচলাচলে বিঘ্নতা সৃষ্টি করছে।
এমন পরিস্থিতিতে জেলাপ্রশাসক মোহাম্মদ রেজাউলকরিম জানিয়েছেন, করোনা ও শীত মোকাবেলার জন্য সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে। কর্মহীনদের জন্য ১০ হাজার প্যাকেট খাদ্য শষ্য পেয়েছি। এছাড়াও শীত নিবারণে প্রতিটি উপজেলায় ৭লক্ষ টাকা করে বরাদ্দ এসেছে।