কুড়িগ্রামে হিমাগারে ভাড়া বৃদ্ধির কারণে আলু চাষীদের সড়ক অবরোধ
অযৌতিক ভাড়া বৃদ্ধির কারণে চরম লোকসানের আশংকা
কুড়িগ্রাম প্রতিনিধি ♦ কুড়িগ্রামে হিমাগারগুলোতে হঠাৎ করে আলুর বস্তা সংরক্ষণের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে কুড়িগ্রামের আলুচাষী ও আলু ব্যবসায়ীরা। শনিবার সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ি বাজারে কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক ঘন্টাখানিক অবরোধ করা হয়।
এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য আব্দুল হক ব্যাপারী, আলুচাষী আইয়ুব আলী, মোস্তফা কামাল, আকবর আলী, দুলাল ব্যাপারী প্রমুখ।
বক্তারা জানান, গত বছর প্রতি বস্তা আলু সংরক্ষণের ভাড়া ছিল ২২০টাকা। চলতি আলুর মৌসুমে হিমাগার মালিকরা হঠাৎ করে বস্তা প্রতি ১১০টাকা আলুর ভাড়া বৃদ্ধি করেছে। এদিকে করোনার কারণে বিদেশে আলু রপ্তানী বন্ধ। চরম ঝুঁকিতে থাকা আলুচাষী ও আলু ব্যবসায়ীরা অযৌতিক ভাড়া বৃদ্ধির কারণে চরম লোকসানের আশংকা করছেন। ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বর্তমানে আলুচাষী ও ব্যবসায়ীরা হিমাগার থেকে আলু উত্তোলন বন্ধ রেখেছেন। দাবী আদায় না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন তারা।