গঙ্গাচড়ায় করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা
গংগাচড়া (রংপুর) প্রতিনিধি ♦ করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক পরা, কিছুক্ষণ পরপর সাবান দিয়ে হাত পরিষ্কার করা, জনসমাগম এড়িয়ে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা, এবং করোনা শনাক্ত রোগীদের কোয়ারেন্টাইনসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নানাবিধ কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে মানতে হবে স্বাস্থ্যবিধির উপদেশ, তবেই করোনা ভাইরাস মুক্ত হবে বাংলাদেশ, এ প্রতিপাদ্য নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে রংপুরের গঙ্গাচড়ায় সচেতনতামূলক লোকগান, নাটক, বিজ্ঞাপন ও ক্যারাভান প্রদর্শনীসহ বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। ৪র্থ স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির আওতায় স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফস্টাইল হেলথ এন্ড প্রোমোশন কার্যক্রমের আওতায় রবিবার (১৩ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ ফেরদৌস। এসময় ৪র্থ স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির সুপারভাইজার মেহেদি হাসান হৃদয় ও ব্র্যান্ড প্রমোটর রাকিব হাসানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।