গঙ্গাচড়ায় নিখোঁজের ৪৮ ঘন্টার মধ্যে তিন কিশোরীসহ ১ গৃহবধূ উদ্ধার
জানা গেল কি কারণে নিখোঁজ ছিলেন তারা
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি ♦ রংপুরের গঙ্গাচড়ায় নিখোঁজ হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে ৩ শিক্ষার্থীসহ ১ গৃহবধূকে উদ্ধার করেছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ। নিখোঁজ হওয়া জুঁই আক্তার (১৪) ও তাসলিমা আক্তার (১২) কে গত শুক্রবার রাতে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার অবিলের বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়।
এছাড়া ময়ূরী আক্তার (১৪) ও ময়না খাতুন (২১) কে শনিবার সকালে ঢাকার হেমায়েতপুর এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।
প্রসঙ্গত, গত বুধবার সকালে ওই তিন কিশোরী ও এক গৃহবধূ কাউকে না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। তাদের সকলের বাড়ি উপজেলার নোহালী ইউনিয়নের পূর্ব কচুয়া পাইকারপাড়া গ্রামে।
এ ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হলে পুলিশ তাৎক্ষণিক তাদেরকে উদ্ধারে পদক্ষেপ গ্রহণ করে।
এ ব্যাপারে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন জানান, তারা কাজের সন্ধানে কাউকে না বলে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। থানায় ডায়েরি হওয়ার পর তথ্য প্রযুক্তির মাধ্যমে অবস্থান নিশ্চিত করে তাদের উদ্ধার করি।
আরও পড়ুন: গঙ্গাচড়ায় দুই ভাইয়ের দ্বন্দ্বে জখম হলো নিরীহ নির্মাণ শ্রমিক