জান্নাতির পাশে পানি উন্নয়ন বোর্ডের উত্তরের প্রধান জ্যোতি প্রসাদ
স্টাফ রিপোর্টার ♦ অ্যাম্বুলেন্স ভাড়া যোগার করতে না পারায় রিক্সাচালক তারেক ইসলাম রিক্সা চালিয়ে ৯ ঘন্টায় ১১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঠাকরগাঁও থেকে রংপুর মেডিকেলে নিজের অসুস্থ সন্তানকে ভর্তি করেন। ১৯ এপ্রিল (সোমবার) তারেকের সন্তান জান্নাতির সফলভাবে অপারেশন সম্পন্ন হয়। জান্নাতির চিকিৎসার জন্য রংপুর জেলা প্রশাসন, সুপার সপ স্বপ্নসহ অনেকেই আর্থিক সাহায্য করেন।
এবার জান্নাতির পাশে দাড়ালেন পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের প্রধান জ্যোতি প্রসাদ অধিকারী। জান্নাতির উজ্জল ভবিষ্যতের জন্য ২৫ হাজার দিয়েছেন তিনি।
প্রধান জ্যোতি প্রসাদ অধিকারী বলেন, গতকাল রাতে টিভিতে দেখি এম্বুলেন্সের ভাড়া না থাকায় তার অসুস্থ মেয়েকে নিয়ে ১১০কিলোমিটার রিকশা চালিয়ে ঠাকুরগাঁও থেকে রংপুর মেডিকেল কলেজে এসেছে। জেলা প্রশাসক মহোদয়, ডাক্তার ও মানবতাবাদী কিছু মানুষের সহোযোগীতায় বাচ্চার অপারেশন হয়েছে এবং বাচ্চাটা সুস্থ আছে। ঘটনা টা শুনে মনটা জুড়িয়ে গেল। সিদ্ধান্ত নিলাম আমিও বাচ্চাটির পাশে দাড়াব। এজন্য সকালে তার বাবার সঙ্গে দেখা করলাম।