জাফরুল্লাহ মাত্রা ছাড়িয়ে ছবক দিচ্ছেন: রিজভী
তিনি এখন বক্তব্য দেন, গণতন্ত্রের কথা বলেন
নিউজডোর ডেস্ক ♦ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী একজন বর্ষীয়ান ব্যক্তি। তিনি মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন, বয়স্ক ব্যক্তি। কিন্তু সব নিয়মের বাইরে কথা বলবেন তা-হতে পারেনা। তিনি মাঝে মাঝে বিএনপি ও বিএনপির নেত্রী সম্পর্কে এমন কথা বলেন যা সব সভ্যতা, শিষ্টাচারের বিপরীত।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) শ্যামলীতে নিজ বাসভবনে গণমসাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, জাফরুল্লাহ চৌধুরীকে স্বৈরাচার এরশাদের প্রিয়জন জানতাম। তিনি এখন বক্তব্য দেন, গণতন্ত্রের কথা বলেন।
তিনি জাফরুল্লাহ চৌধুরী কে উদ্দেশ্য করে আরও বলেন, আজকে জাতির বিবেক হয়েছেন, কে কী করবে না করবে, কার কী করা উচিত সেটার মাত্রা ছাড়িয়ে ছবক দিচ্ছেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে।
রিজভী আরও বলেন, এখন খালেদা জিয়া কী অবস্থায় আছেন- সেটা জাফরুল্লাহ চৌধুরীরর জানার কথা। তারপরও তিনি খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে মাঝে মাঝে এমন মন্তব্য করেন যে মন্তব্যটা