টিকটক-পাবজি বন্ধে আইনি নোটিশ
নিউজডোর ডেস্ক ♦ টিকটক, পাবজি, ফ্রি ফায়ার, লাইকি, বিগো লাইভসহ এ ধরনের সব গেম এবং অ্যাপস বন্ধে ৪৮ ঘন্টার মধ্যে প্রয়োজনীয় আইনি নোটিশ দেওয়া হয়েছে। মানবাধিকার সংগঠন ‘ ল অ্যান্ড লাইফ’ ফাউনোডশনের পক্ষে সুপ্রীম কোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব এবং ব্যারিস্টার মোহাম্মদ কাউছার শনিবার (১৯জুন) এ নোটিশ দেন।
ডা্ক ও টেলিযোগাযোগ সচিব, শিক্ষাসচিব, সরাষ্ট্রসচিব, আইনসচিব, স্বাস্থ্যসচিব, বিটিআরসি চেয়ারম্যান এবং পুলিশ মহাপরিদর্শকের (আইজি) নিকট ই-মেইল যোগে এ নোটিশ পাঠানো হয় বলে জানান ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব।
তিনি বলেন নোটিশ পাওয়ার ৪৮ ঘন্টার মধ্যে এগুলো বন্ধে ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিট আবেদন করা হবে।
নোটিশে বলা হয়, পাবজি, ফ্রি ফায়ার গেমসে দেশের যুবা-শিশু-কিশোররা আসক্ত হয়ে পড়েছে। ফলে সামাজিক মূল্যবোধ, শিক্ষা, সংস্কৃতি বিনষ্ট হচ্ছে। এছাড়াও টিকটক, লাইকি অ্যাপস ব্যবহার করে দেশের শিশু-কিশোর ও যুব সমাজ বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। সারাদেশে কিশোর গ্যাং কালচার তৈরি হচ্ছে। যা দেশের জনস্বার্থের পরিপন্থী।