টিকার এসএমএস’র অপেক্ষায় ২ কোটি মানুষ
নিবন্ধন করার ২ মাস হয়ে গেলেও এখনও এসএমএস পাননি অনেকেই
নিউজডোর ডেস্ক ♦ টিকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন দেশের দুই কোটি মানুষ। অনলাইনে নিবন্ধনের পর টিকা দেয়ার তারিখ হিসেবে এসএমএস বা ক্ষুদে বার্তা পাঠানো হয়ে থাকে। তবে নিবন্ধন করার পর এখন পর্যন্ত এই এসএমএস’র অপেক্ষায় রয়েছে দুই কোটি মানুষ।
দুইমাস আগেই করোনার টিকার জন্য অনলিইনে নিবন্ধন করলেও এখন পর্যন্ত তার এসএমএস আসেনি এমন অভিযোগ পাওয়া যায়।
শনিবার (৪ সেপ্টেম্বর)স্বাস্থ্য অধিদপ্তর ও সম্প্রসারিত টিকাদান কর্মসূচির কর্মকর্তারা দেশের সিভিল সার্জনদের সাথে অনলাইনে অপেক্ষমান মানুষের সমস্যা নিয়ে আলোচনা করেছেন। সভায় একাধিক সিভিল সার্জন বার্তা পাঠানো নিয়ে ভূল-ত্রুটি ও অনিয়মের কথা তুলে ধরেন।
১৮ বছরের ঊর্ধ্বে ছাত্র-ছাত্রী এবং ২১ বছরের ঊর্ধ্বে সাধারণ নাগরিকদের টিকা দিতে গিয়ে নানা সমস্যায় পড়ছে সরকার, সেখানে ১২ বছরের ঊর্ধ্বে স্কুলছাত্রদের টিকা দেয়ার কথা চিন্তা করছে সরকার। এতে টিকা দেয়ার ক্ষেত্রে একটা জট লাগার আশঙ্কা করা যেতেই পারে।