টানা দ্বিতীয় ম্যাচে শূন্যতেই শেষ ইমরুল

নভেল চৌধুরী ♦ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে টানা দ্বিতীয়বারের মতো শূন্য রানে আউট হয়েছেন ইমরুল কায়েস। গতকাল ফরচুন বরিশালের বিপক্ষে ২ বল খেলে শূণ্য রানে আউট হন ইমরুল। আজ মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে শূন্য রানে আউট হয়েছেন ৩ বল খেলে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ম্যাচটি ৬ উইকেটে জিতেছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। রাজশাহীর পক্ষে মোহম্মদ আশরাফুল ২১ বলে ২১ রান এবং নুরুল হাসান ৬ বলে ১০ রান করে অপরাজিত ছিলেন।
আগে ব্যাটিং করতে নামা খুলনা ২০ ওভার খেলে ১৪৬ রানের টার্গেট দিলে রাজশাহী ১৬ বল হাতে রেখে ৬ উইকেটে ম্যাচটিতে জয় লাভ করে।