তামিম-শান্ত জোড়ায় বাংলাদেশ ১০৬-এ

নিউজডোর স্পোর্টস ডেস্ক ♦ সাইফ হাসানের শূন্য রানে ফিরে যাওয়ার পর ম্যাচটাকে আগলে ধরে আছে তামিম-শান্ত। তামিমের ওয়ানডের চেয়েও বেশি স্ট্রাইকরেট দলকে এনে দিচ্ছেন বড় ধরণের সূচনা। অন্যদিকে বাজে ফর্মে থাকা শান্তও ফেরার চেষ্টায় ভালো ছন্দে।
তামিমের ৭২ বলে ৬৫ রান এবং শান্তর ৮৬ বলে ৩৭ রানের ওপর ভিত্তি করে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১০৬ রান।
শ্রীলঙ্কার বিশওয়া ফারনানন্দো ২৭ রানের বিনিময়ে একটি উইকেট নিয়েছেন। এছাড়া শ্রীঙ্কার আর কোনো বোলার এখন পর্যন্ত সফল হননি।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দলীয় ৭ রানে এবং ব্যাক্তিগত শূন্য রানে সাজঘরে ফিরেন ওপেনার সাইফ হাসান।