তালেবানের ‘ক্ষমতা ও কর্তৃত্ব’ স্বীকার করল ভারত
তালেবানকে এখনও স্বীকৃতি দেয়নি বিশ্বের অধিকাংশ দেশ।
নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ আফগানি তালেবান বাহিনীর ‘ক্ষমতা ও কর্তৃত্বের অবস্থান’ স্বীকার করে নিয়েছে ভারত। তবে তালেবান সরকারকে এখনও স্বীকৃতি দেয়নি ভারত সরকার।
ভারতের গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ভারতের পক্ষে এই প্রথম একটি দেশের ক্ষমতায় থাকা শক্তি হিসেবে তালেবান স্বীকৃতি দেয়া হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভারত অস্ট্রেলিয়ার সাথে যৌথ বিবৃতিতে স্বীকার করেছে, তালেবান আফগানিস্তানে ক্ষমতা ও কর্তৃত্ব দখল করেছে।
তবে সরকারিভাবে একটি দেশের সরকার হিসেবে তালেবানকে এখনও স্বীকৃতি দেয়নি বিশ্বের অধিকাংশ দেশ।