দিনাজপুর র্যাবের অভিযানে ৬৫ কেজি গাঁজাসহ আটক ৩
আসামিদের বিরুদ্ধে র্যাবের মামলা
দিনাজপুর র্যাবের অভিযানে ৬৫ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ তিন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বীগঞ্জ থানাধীন দলুয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব ১৩।
এতথ্য নিউজডোরকে নিশ্চিত করেছেন র্যাবের সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ।
গ্রেফতারকৃতরা হলেন, ঝালকাঠি জেলার রাজাপুর থানার চলিশ কাহনীয়ার মো. খোকন শরীফ (৩৭), দ্বিতীয়জন হলো বরিশাল জেলার আগইল থানাধীন জয়রামপট্টির মো. জাহিদ (২৫), এবং কুষ্টিয়া জেলার মিরপুর বাজার পাড়ার মোছা. সাজেদ (৩৬)।
এসময় একটি এ্যাম্বুলেন্সও জব্দ করে র্যাব ১৩।
র্যাবের সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ নিউজডোরকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বেশ কিছু দিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স¦ীকার করেছে। ধৃত আসামীদের বিরুদ্ধে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।