দিনাজপুর সদরে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১৯০ জন, মৃত্যু ৩
৭৪৪টি নমুনা পরীক্ষায় ২৭৫ জনের করোনা পজিটিভ
মো. আরমান হোসেন (দিনাজপুর) ♦ দিনাজপুর জেলা সীমান্তবর্তী এলাকা হওয়ায় সংক্রমনের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যদিও জেলায় করোনা প্রতিরোধ কমিটি জেলা প্রশাসনের সহযোগিতায় জনসচেতনতা সৃষ্টির লক্ষে বিভন্নমুখী কার্যক্রম চালাচ্ছে। করোনা প্রতিরোধের কর্মসূচীতে জেলায় সদরে সাত দিনের লকডাউনের তৃতীয় দিনে জেলায় ৭৪৪টি নমুনা পরীক্ষায় ২৭৫ জনের করোনা পজিটিভ এর মধ্যে সদরে ১৯০ জন কোভিড-১৯ পজিটিভ আর ৩ জনের মৃত্যু তবুও থেমে থাকছে না করোনার সংক্রমনের বৃদ্ধির হার ও মৃত্যু।
সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও জেলা করোনা ফোকাল পার্সল ডাঃ শাহ্ মোঃ এজাজ-উল হক জানান, ২৪ ঘন্টায় দিনাজপুর জেলায় মোট ২৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১৯০ জন, বিরলে ১৫ জন, বিরামপুরে ২৬ জন, বীরগঞ্জে ০২ জন, চিরিরবন্দরে ০২ জন, ফুলবাড়ীতে ১৪ জন, হাকিমপুরে ০৪ জন, কাহারোলে ০৪ জন, পার্বতীপুরে ১৩ জন ও নবাবগঞ্জ উপজেলায়
০৫ জন করোনা (কোভিড-১৯) পজিটিভ হয়েছে। দিনাজপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬৭১৮ জন এর মধ্যে (দিনাজপুর সদর-৩৮৭৪ জন, বিরল-৩৬৮ জন, বিরামপুর-৪০৫ জন, বীরগঞ্জ-১৮৭ জন, বোঁচাগঞ্জ-১৭৪ জন, চিরিরবন্দর-২৫৯ জন, ফুলবাড়ী-২৩০ জন, ঘোড়াঘাট-৯৬ জন, হাকিমপুর-১৩৯ জন, কাহারোল-১৭৮ জন, খানাসামা- ১২৭ জন, নবাবগঞ্জ-১৬৯ জন ও পার্বতীপুর-৫১২ জন) মোট ১৩টি উপজেলায়।
আরও গত ২৪ ঘন্টায় করোনা (কোভিড-১৯) আক্রান্ত ৩১ জন রোগী সুস্থ হয়েছে। অদ্যাবধি দিনাজপুর জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ৫৭২৬ জন।