দেশে ১৪০টি করোনার ভ্যারিয়েন্ট শনাক্ত
নিউজডোর ডেস্ক ♦ দেশে এ পর্যন্ত ভারতসহ ৪টি দেশের ১৪০টি করোনার ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে। এ ভাইরাসের ২৬৩টি সিকোয়েন্স করা হয়েছে বলে জানিয়েছেন রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন।
দেশের উপস্থিত ভ্যারিয়েন্টগুলোর মধ্যে, ২৭টি ইউকে ভ্যারিয়েন্ট, ৮৫টি সাউথ আফ্যিকান ভ্যারিয়েন্ট, পাঁচটি নাইজেরিয়ান ভ্যারিয়েন্ট এবং ২৩টি ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট রয়েছে।রোববার (৩০মে) দুপুরে এসব তথ্য ভার্চুয়ালি জানায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন।
তিনি আরও জানান, ভ্যারিয়েন্ট যাই হোক না কেন আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যার যখন সময় আসবে, তাকে টিকা নিতে হবে। এভাবে আমরা করোনা সংক্রমণ কামতে পারব। করোনা মহামারি নিয়নত্রণে আনতে পারব।
এখন আমের মৌসুম উল্লেখ করে তিনি বলেন, আম পচনশীল। অনেক পরিবার আমের বাণিজ্যের ওপর নির্ভরশীল। তাই এই মৌসুমে আম কেনা-বেচা করতে হবে। সেক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে স্বাস্থ্যবিধি মেনে বাগান থেকে আম কেনা-বেচা নিশিবচত করতে হবে। বাজারজাত করার ক্ষেত্রে স্বল্প পরিসরে খোলা জায়গায় বিক্রি করতে হবে।
গত বছরের ৮মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ১৮মার্চ করোনায় প্রথম আক্রান্ত রোগীর মৃত্যু হয়।