পিএসজিতে মেসি! আবারও মেসি-নেইমার জুটি
সন্ধ্যায় প্যারিসে পৌছাবে মেসি

পিএসজিতে যাচ্ছেন মেসি। যদিও বার্সেলোনা ছাড়ার আগে এ খবর জানানো হচ্ছিল, নেইমারের সঙ্গে খেলতে প্যারিসে যাচ্ছেন মেসি।
এখন মেসির বার্সেলোনার সাথে কোনও সম্পর্কও নেই। প্যারিসে খেলার খবর কখন সত্যি হয়, সেই অপেক্ষাই ছিল কেবল।
আজ একটু আগে মেসির পিএসজিতে খেলার খবর নিশ্চিত করেছে ফ্রেঞ্চ পত্রিকা লে’কিপ।
পত্রিকা সূত্রে জানা যায়, পিএসজির সাথে তিন বছরের চুক্তি হয়েছে মেসির।
বোহাফসি টুইটের মাধ্যমে জানিয়েছে, পিএসজির সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন মেসি। আজ স্থানীয় সময় বিকেল তিনটায় প্যারিসে নামবেন মেসি। ব্যক্তিগত বিমানে প্যারিসের উদ্দেশ্যে রওনা হয়েছেন মেসি। সন্ধ্যা সাতটায় প্যারিসে নেমে স্বাস্থ্যপরীক্ষা করাবেন মেসি।