পাকিস্তানে এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে

নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ করোনার সংক্রমণ পাকিস্তানেও থাকলেও মেট্রিক (এসএসসি) এইচএসসি পরীক্ষা হবে। জানা গেছে, আগামী ২৩ জুন থেকে ২৯ জুলাই পর্যন্ত এই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এসসিওসি)।
এসময়ে বিভিন্ন প্রদেশ চাইলে করোনা পরিস্থিতির মধ্যে কঠোরভাবে বিধি নিষেধ মেনে এই দুটি ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতির সিদ্ধান্ত নিতে পারে।
কেন্দ্রীয় পরিকল্পনামন্ত্রী আসাদ উমরের সভাপতিত্বে এনসিওসি’র এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র: অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন।
বৈঠকে করোনা মহামারি রোধে সরাকরের গৃহীত পদক্ষেপ আলোচনা করা হয়। এতে দেশে করোনা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করা হয়।