বিএনপির সঙ্গে মৌলবাদের কোনো সম্পর্ক নেই: ফখরুল
নিউজডোর ডেস্ক ♦ বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির সঙ্গে মৌলবাদের কোনো সম্পর্ক নেই।
তিনি আরও বলেন, 'বিএনপি ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী, ধর্মান্ধ নয়। বর্তমান সরকার মৌলবাদকে উস্কে দিচ্ছে।'
আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন ফকরুল ইসলাম।
আওয়ামী লীগকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, 'বাংলাদেশের সব অপকর্ম তারাই করেছে। তারা ৭২এর সংবিধান পরিবর্তন করেছে, বিশেষ ক্ষমতা আইন নিয়ে এসেছে, একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছে, কেয়ারটেকার (তত্বাবধায়ক) সরকার বাতিল করে একদলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে এসেছে।'
মির্জা ফখরুল বলেন, 'এই নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ সরকার যতদিন আছে ততদিন দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই।