বিধিনিষেধ অমান্য করায় রংপুরে সাড়ে চার লক্ষ টাকা জরিমানা
১৫৫ টি মামলা দায়ের

নভেল চৌধুরী ♦ দেশব্যাপী কঠোর লকডাউনের চতুর্থ দিনে রংপুর মেট্রোপলিটন এলাকায় সরকার ঘোষিত বিধি-নিষেধ বাস্তবায়নে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণের লক্ষ্যে শহরের সড়কগুলোতে মোট ২০ টি চেকপোস্ট বসিয়ে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
ডিবির সহকারী পুলিশ কমিশনার মো. ফারুক আহমেদ জানান, মহানগরে আইন অমান্য করায় মোট ১৫৫ টি মামলা দায়ের করা হয়েছে। আটক করা হয়েছে ১১টি যানবাহন, জরিমানা করা হয়েছে হয়েছে ৪ লক্ষ ৫৪ হাজার ৫০০ টাকা।
এছাড়াও রংপুর মেট্রোপলিটন পুলিশ, ট্রাফিক ও ডিবি, জেলা প্রশাসন, সেনাবাহিনী ও র্যাবের টহল দল, রংপুর মেট্রোপলিটন এলাকায় লকডাউনের বিধি নিষেধ বাস্তবায়নে মোট ৪০ টি মোবাইল কোর্ট পরিচালনা করে। এতে মোট ১৫ হাজার ৭০০ টাকা টাকা জরিমানা করা হয়।
লকডাউনের বিধি নিষেধ বাস্তবায়নে রংপুর মেট্রোপলিটন এলাকায় আজ সেনাবাহিনীর টহল দল ২ টি, র্যাবের এর ২টি টহল দল, বিজিবির টহল দল ২ টি ও আনসার ব্যাটালিয়নের ২ টি টহল দল কাজ করছে।