বৃহস্পতিবার রংপুর বিভাগে টিকা নিয়েছেন ১৯ হাজার ৩৮০ জন
এহসানুল হক সুমন ♦ রংপুরে উৎসব মুখর পরিবেশে চলছে করোনার টিকা প্রদান। দলবেধে, পরিবার-পরিজনকে নিয়ে এক সাথে চলছে টিকা গ্রহণ। এতে করে দিন যত যাচ্ছে টিকা প্রদান কেন্দ্রে ভিড় বাড়ছে।
এদিকে বৃহস্পতিবার রংপুর বিভাগে ১৯ হাজার ৩৮০ জনকে করোনার টিকা প্রদান করা হয়েছে। এর মধ্যে পুরুষ ১৩ হাজার ৫৬৮ জন ও নারী ৫ হাজার ৮১২ জন। করোনার টিকাগ্রহণকারীদের মধ্যে পুলিশ ১৬৮ জন, সেনাবাহিনী ১৮০ জন ও বিজিবি ১৩৯ জন রয়েছেন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ আহাদ আলী জানান, বৃহস্পতিবার রংপুরে ৩ হাজার ৩৬৩ জন, পঞ্চগড়ে ২ হাজার ১১৮ জন, নীলফামারীতে ২ হাজার ৬৯০ জন, লালমনিরহাটে ১ হাজার ৪০৯ জন, কুড়িগ্রামে ১ হাজার ৫০৬ জন, ঠাকুরগাঁওয়ে ২ হাজার ২৭০ জন, দিনাজপুরে ৪ হাজার ২৩৯ জন ও গাইবান্ধায় ১ হাজার ৭৮৫ জনকে করোনার টিকা প্রদান করা হয়েছে।
গত ৭ ফেব্রুয়ারী থেকে এ পর্যন্ত রংপুর বিভাগের ৮ জেলায় করোনার টিকা গ্রহণ করেছেন ৫২ হাজার ২৫৬ জন।