ভূরুঙ্গামারীতে সাংবাদিক হত্যা চেষ্টার অভিযোগে ইউপি চেয়ারম্যান আটক
কুড়িগ্রাম প্রতিনিধি ♦ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদককে হত্যা চেষ্টার ঘটনায় ভূরুঙ্গামারী সদর ইউপি চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক খোলা কাগজ ভূরুঙ্গামারী প্রতিনিধি এমদাদুল হক মন্টুকে মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করে সদর ইউনিয়নের চেয়ারম্যান একেএম মাহমুদুর রহমান রোজেন। এঘটনায় এমদাদুল হক মন্টু বাদী হয়ে রোববার রাতে থানায় একটি মামলা দায়ের করে যার নম্বর ১০। এরই প্রেক্ষিতে আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান রোজেন শুক্রবার এসএম ডিজিটাল ক্যাবল নেটওয়ার্কের দুইজন কর্মচারীকে মারধর করে। খবর পেয়ে এসএম ডিজিটাল ক্যাবল নেটওয়ার্কের স্বত্বাধিকারী ও ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক খোলা কাগজ ভূরুঙ্গামারী প্রতিনিধি এমদাদুল হক মন্টু ঘটনাস্থলে পৌছলে ওই ইউপি চেয়ারম্যান তার মাথায় কংক্রিটের ভারী খন্ড দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুহা: আতিয়ার রহমান সদর ইউপি চেয়ারম্যানকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এবিষয়ে ভুরুঙ্গামারী এএসপি(সার্কেল) শওকত আলী বলেন, সদর চেয়ারম্যানের সন্ত্রাসী কর্মকান্ডে জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে। একজন সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ মামলা দায়েরের প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব কুমার দেব শর্মা জানান, উক্ত চেয়ারম্যানের সকল অপকর্মের তদন্ত চলছে। ভবিষ্যতে আর কাউকে উপজেলা পরিষদের আইনশৃংখলা বিঘ্নিত হয় এমন কর্মকান্ড করতে দেয়া হবে না।