মানহানির মামলায় তারেক রহমানের ২ বছরের কারাদণ্ড
নিউজডোর ডেস্ক ♦ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুরুচি ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেয়ার কারণে নড়াইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়। এ মামলায় তারেক রহমানকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টার সময় এ রায় ঘোষণা করেন নড়াইলের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আমাতুল মোর্শেদা । রায়ে একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
আসামি পলাতক থাকায় যেদিন তিনি গ্রেফতার হবেন অথবা স্বেচ্ছায় হাজির হবেন সেদিন থেকেই এ রায় কার্যকর হবে এমনটাই আদেশ আদালত।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৬ ডিসেম্বর তারেক রহমান ইষ্ট রন্ডনের এনিট্রয়াম ব্যাংক ওয়েট হলে যুক্তরাজ্য বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক সমাবেশে বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন।