মেয়র থাকার যোগ্যতা হারিয়েছেন তাপস: সাঈদ খোকন
নিউজডোর ডেস্ক ♦ ঢাকা দক্ষিণি সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন বলেছেন, ডিএসসিসি’র বর্তমান মেয়র শেখ ফজলে নুর তাপস তার পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। শনিবার সকালে হাইকোর্ট এলাকায় এক মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেছেন।
ডিএসসিসি কর্তৃক পরিচালিত অবৈধ দোকনদারদের উচ্ছেদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ ও পূর্নবাসনের দাবিতে মানববন্ধনটি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যরা।
সাঈদ খোকন বলেন, দক্ষিণ সিটির বর্তমান মেয়র ব্যরিস্টার ফজলে নুর তাপস তার পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। মেয়র তাপস দায়িত্ব পাওয়ার পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে গলাবাজি করে চলেছেন। আমি তাকে বলব রাঘব বোয়ালদের মুখে চুনোপুটির গল্প মানায় না।
মেয়রে তাপসের বিরুদ্ধে অভিযোগ করে সাঈদ খোকন বলেন, ফজলে নুর তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে বিনিয়োগ করার মাধ্যমে কোটি কোটি টাকা লাভ করেছেন এবং করছেন।