রংপুরে অ্যাড. রুহুল কবির রিজভীর গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদ

স্টাফ রিপোর্টার ♦ বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নামে মিথ্যা মানহানিকর মামলায় গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে রংপুরে মানববন্ধন সমাবেশ হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় নগরীর গ্রান্ডহোটেল মোড়স্থ বিএনপি’র দলীয় কার্যালয়ে রংপুর জেলা, মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা এতে অংশ নেন।
মহানগর বিএনপি’র সভাপতি শহিদুল ইসলাম মিজু’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে বিএনপি’র সিনিয়র নেতাদের হয়রানি করা হচ্ছে। সরকার বিএনপিকে ভয় পায়। তাই নেতাদের মামলা দিয়ে জেলে দেয়ার চেষ্টা করছে। অবিলম্বে রুহুল কবির রিজভীর মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়।