রংপুরে করোনায় আরও একজনের মৃত্যু, রমেকে নতুন শনাক্ত ২৩ জন
স্টাফ রিপোর্টার ♦ রংপুরে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মোট মৃত্যু দাঁড়ালো ৭৪ এ। এদিকে রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ২৩ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ১৩ জন, লালমনিরহাটে ৪ জন, গাইবান্ধায় ৩ জন ও কুড়িগ্রামে ৩ জন রয়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নতুন শনাক্তরা হলেন, ধাপের এক বৃদ্ধা (৬৫), আরটিআই কর্নারে চিকিৎসাধীন কটকিপাড়ার এক বৃদ্ধা (৬২), মেডিকেল পূর্বগেটের এক পুরুষ (২৩), কেরানীপাড়ার এক চিকিৎসক (৪১) ও কুড়িগ্রাম সদর কৃষ্ণপুরের এক পুরুষ (৪৯)।
রংপুর জেলায় নতুন শনাক্তরা হলেন, নগরীর মেডিকেল পূর্বগেটের এক পুরুষ (৪৬), গুপ্তপাড়ার এক নারী (২১), কারমাইকেল কলেজের এক নারী (৫০), পীরগাছা ছাওলার এক পুরুষ (৪৮), পীরগঞ্জ প্রজাপাড়ার এক পুরুষ (৩০), তারাগঞ্জ কুর্শা ইউনিয়নের এক নারী (৩২), এক বৃদ্ধ (৬৫), মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক (৩৬) ও এক নারী (৫০)।
লালমনিহাট জেলায় নতুন শনাক্তরা হলেন, লালমনিরহাট ১’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন ফায়ার সার্ভিস রোডের এক নারী (২০), সাপটানা নয়ারহাটের এক পুরুষ (৪৭), বড়বাড়ির এক নারী (৩৭) ও উত্তর সাপটানার এক নারী (২৮)।
গাইবান্ধা জেলায় নতুন শনাক্তরা হলেন, গাইবান্ধা সদরের এক যুবক (২৮), এক নারী (৪৯) ও ফুলছড়ি কালিবাজারের এক নারী (৩০)।
কুড়িগ্রাম জেলায় নতুন শনাক্তরা হলেন, কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন এক বৃদ্ধা (৬৫) ও কুড়িগ্রাম সদর কৃষ্ণপুরের এক চিকিৎসক (৩০)।
সোমবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন ব্যক্তিরা শনাক্ত হন। এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।
রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, ২০২০ সালের ১০ মার্চ থেকে এ পর্যন্ত রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ৪ হাজার ৩২৭ জন ও সুস্থ্য হয়েছেন, ৪ হাজার ৫৩ জন ।