রংপুরে  ক্রীড়াসেবীদের মাঝে ভাতা প্রদান ও ফুটবল টুর্নামেন্ট নিয়ে সভা

রংপুরে  ক্রীড়াসেবীদের মাঝে ভাতা প্রদান ও ফুটবল টুর্নামেন্ট নিয়ে সভা

স্টাফ রিপোর্টার ♦ বঙ্গবন্ধুর ক্রীড়াসেবী  কল্যাণ ফাউন্ডেশন হতে অসচ্ছল, অসুস্থ, আহত ও অসমর্থ্য ক্রীড়াসেবীদের  মাঝে মাসিক, এককালীন ভাতা প্রদান ও বঙ্গবন্ধু আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট নিয়ে সভা হয়েছে। বৃহসস্পতিবার (১৩ জুন) রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুল হাসান রুমি, রংপুর জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদত মেরিনা লাভলীসহ অন্যরা।
সভায় জানানো হয় আগামী ৫ জুলাই থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে জেলার ১৬টি কলেজ অংশ নেবে। এছাড়া ৫১ জন অসচ্ছল, অসুস্থ, আহত ও অসমর্থ  ক্রীড়াসেবীদের হাতে ১২ লক্ষ ২৪ হাজার টাকার চেক অনুদান হিসেবে তুলে দেয়া হয়।