রংপুরে গণধর্ষন ও পর্নোগ্রাফি মামলার মূল আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ♦ রংপুরে গণধর্ষন ও পর্নোগ্রাফি মামলার মূল আসামী শামীম মিয়াকে (২২) গ্রেফতার করেছে র্যাব। রোববার তাকে তাজহাট এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। আইনগত ব্যবস্থা নেয়ার জন্য মিঠাপুকুর থানায় শামীমকে হস্তান্তর করা হয়েছে।
বুধবার দুপুরে রংপুর র্যাব-১৩ এর সহকারী পরিচালক মু. আল আমিন জানান, গত ১৫ জুলাই রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় ধর্ষণের শিকার এক যুবতী গণধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে থানায় মামলা দায়ের করে। এটির তদন্তের জন্য র্যাবকে চিঠি দেয়া হয়। র্যাব তাৎক্ষনিক ছায়া তদন্ত শুরু করে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই প্রেক্ষিতে তাজহাট এলাকায় অভিযান পরিচালনা করে শামীমকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জোরপূর্বক গণধর্ষণ ও সহায়তা এবং মোবাইলে অশ্লীল ভিডিও ধারণ করে ম্যাসেঞ্জারে এবং অন্য ফোনে ছড়িয়ে সম্মানহানীর কথা স্বীকার করেছে শামীম।