রংপুরে জাতীয় পার্টির দুই বিদ্রোহী প্রার্থী বহিস্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গঙ্গাচড়ায় জাতীয় পার্টির দুই নেতাকে দল থেকে বহিস্কার
এহসানুল হক সুমন ♦ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রংপুর গঙ্গাচড়ায় জাতীয় পার্টির দুই নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। এরা হলেন, বড়বিল ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ মোখলেছুর রহমান এবং গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য ও মর্ণেয়া জাতীয় পার্টির সভাপতি মোঃ রেজাউল কবীর রঞ্জু।
বৃহস্পতিবার রাতে গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবুল কালাম আজাদ প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। বর্তমানে জাতীয় পার্টির কোন কার্যক্রমের সাথে তাদের কোন সম্পৃক্ততা নেই বা দাবী করলে তা অগ্রহণযোগ্য হবে বলে জানানো হয়।
উল্লেখ্য, বড়বিল ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মোহাম্মদ আলীকে মনোয়ন দিলে মোখলেছুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নির্বাচনে অংশ নেন। অপরদিকে মর্ণেয়া ইউপিতে মোহাম্মদ মিজানুর রহমানকে জাপা’র প্রার্থী ঘোষণা করা হলে রেজাউল কবির আনারস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।