রংপুরে টিসিএ’র ডাকা কর্মবিরতি স্থগিত
এহসানুল হক সুমন ♦ রংপুরে সংবাদ কর্মীর উপর হামলার প্রতিবাদে ডাকা টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ), রংপুরের ডাকা কর্মবিরতি স্থগিত করা হয়েছে। রোববার রাতে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার সম্মেলন কক্ষে পুলিশ কমিশনারের সাথে টিসিএসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতাদের ফলপ্রসূ আলোচনায় এ সিদ্ধান্ত নেয় টিসিএ।
গত বুধবার সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশী হামলার শিকার হয় ইন্ডিপেনডেন্ট টিভি’র ক্যামেরাপার্সন লিমন রহমান। এরপর থেকে টিসিএ, রংপুরসহ সাংবাদিক সংগঠনগুলো ফুঁসে উঠে। হামলাকারী পুলিশ সদস্যদের শাস্তির দাবীতে সড়ক অবরোধ, বিক্ষোভ, মানববন্ধন সমাবেশ কর্মসূচী পালন করে রংপুরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। রোববার রাতে টিসিএসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দকে এনিয়ে আলোচনায় আমন্ত্রণ জানান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ।
বৈঠকে অংশ নেন, রংপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ বাবু, সাধারণ সম্পাদক রফিক সরকার, রিপোর্টাস্ ক্লাবের সভাপতি হালিম আনছারী, সাধারণ সম্পাদক শাহ্ বায়েজিদ আহমেদ, রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, সাংবাদিক মোজাফফর হোসেন, জুয়েল আহমেদ, বাদশা ওসমানি, নজরুল ইসলাম রাজু, মফস্বল সাংবাদিক ফোরামের নেতা শফিউল করিম শফিক,টিসিএর সভাপতি শাহ নেওয়াজ জনি, সহ-সভাপতি সাদ্দাম হোসেন ডেমি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের সভাপতি কাজী জাহিদ হাসান লুসিড, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন, রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোলজার রহমান আদর, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম জীবন সহ প্রমূখ।
বৈঠকে পুলিশ কমিশনার তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী দোষীদের যেই হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে জানিয়ে বলেন, কিছু পুলিশ সদস্যদের জন্য পুরো বাহিনীর বদনাম হতে দেয়া যায় না। দোষী যেই হোক তার শাস্তি হবে আর পুলিশ ও সাংবাদিকদের মাঝে যে সৌহার্দ্পুর্ণ সম্পর্ক আছে এবং তা অটুট থাকবে।