রংপুর বিভাগে পৌঁছেছে চীনের সিনোফার্মের টিকা
স্টাফ রিপোর্টার ♦ করোনা ভাইরাস মোকাবেলায় রংপুর বিভাগে পৌঁছেছে চীনের সিনোফার্মের টিকা। বিভাগের ১ লাখ ৯ হাজার ২’শ জনকে দেয়া যাবে এ টিকা। টিকা প্রদান কার্যক্রম শুরু করতে বুধবার রংপুর বিভাগের ৮ জেলার সিভিল সার্জনের কাছে টিকা পৌঁছে দেয়া হয়েছে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, রংপুর বিভাগের ৮ জেলার জন্য ১৮৫টি কার্টুনে চীনের সিনোফার্মের টিকা এসেছে স্বাস্থ্য বিভাগের কাছে। এর মধ্যে পঞ্চগড়ের ৪ হাজার ৮’শ ডোজ, ঠাকুরগাঁওয়ের ৬ হাজার ডোজ, দিনাজপুরের ১০ হাজার ৮’শ ডোজ, কুড়িগ্রামের ৮ হাজার ৪’শ ডোজ, লালমনিরহাটের ৪ হাজার ৮’শ ডোজ, নীলফামারীর ৯ হাজার ৬’শ ডোজ, রংপুরের ৫৭ হাজার ৬’শ ডোজ ও গাইবান্ধার ৭ হাজার ২’শ ডোজ রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ আবু মোঃ জাকিরুল ইসলাম।