রংপুরে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় ও শীতবস্ত্র উপহার
স্টাফ রিপোর্টার ♦ মুজিববর্ষ ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে রংপুরে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় ও শীতবস্ত্র উপহার দেয়া হয়েছে। পীরগাছা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মনজুরুল ইসলামের উদ্যোগে একশ মুক্তিযোদ্ধাদের মাঝে এ উপহার তুলে দেয়া হয়।
পীরগাছা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ওয়াজেদ আলী সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা কমান্ডার সিরাজুল ইসলাম, সাবেক শিক্ষা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারসহ অন্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বীর মুক্তিযোদ্ধাদের মূল্যায়ণ করেছেন। তারা এখন নানা সরকারী সুযোগ-সুবিধা পাচ্ছে। বর্তমান সরকারের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে একটি কুচক্রী মহল এখনও ষড়যন্ত্র করছে। তারা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়ে দেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা-আদর্শকে মুছে ফেলতে চায়। তাদের প্রতিহতসহ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান নেতৃবৃন্দরা।