রংপুর র্যাবের অভিযানে ৮হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার
আটককৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে
নভেল চৌধুরী ♦ রংপরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের অভিযানে একটি প্রাইভেট কার তল্লাশী করে ৮ হাজার ১৮০পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও অভিযানে একটি প্রাইভেট কার এবং ৯শ টাকা জব্দ করা হয়েছে।
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন বগুড়া টু রংপুর গামী মহাসড়কের বোয়ালিয়া সাকিনস্থ একটি বাড়ির সামনে জরুরীচেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন, গাইবান্ধার মো. লালন (৩২) ও মো. কামাল শেখ (৩৪) মোছা. ফাহিমা আক্তার (২৩)।
র্যাব-১৩ এর মিডিয়া কর্মকর্তা মাহমুদ বশির আহমেদ বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এছাড়াও তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপনে অনুসন্ধান চলছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন২০১৮ অনুযায়ী গোবিন্দগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের ও গ্রেফতারকৃত আসামীদেরকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।