রমেকে নমুনা পরীক্ষায় আরও ১২ আক্রান্ত ব্যক্তি শনাক্ত
এহসানুল হক সুমন ♦ রংপুর মেডিকেল কলেজে (রমেক) নমুনা পরীক্ষায় আরও ১২ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ৯ জন, নীলফামারীর ২ জন ও কুড়িগ্রামের একজন।
নতুন আক্রান্তরা হলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নীলফামারী জলঢাকার এক যুবক (২৮), সৈয়দপুরের এক বৃদ্ধ (৭৮), রংপুর নগরীর নিউ আদর্শপাড়ার এক নারী (৫৩), ঘোড়াপীরের মাজারের এক বৃদ্ধ (৬০), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক নারী (৩৬), বাংলাদেশ ব্যাংকের এক পুরুষ (৩০), কামাল কাছনার এক পুরুষ (৩২), শালবন মিস্ত্রিপাড়ার এক যুবক (২৯), বীরভদ্রের এক পুরুষ (৫৫), এক নারী (৪৫), মোহাম্মাদীয় ডায়াগনোস্টিক সেন্টারের এক নারী (৪৫) ও কুড়িগ্রাম সদরের এক পুরুষ (৪৫)।
বৃহস্পতিবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্তরা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।
রংপুর সিভিল সার্জনের মতে, রংপুরে করোনায় আক্রান্তের সংখ্যা, ৩ হাজার ৯০৩ জন। সুস্থ্য হয়েছেন, ৩ হাজার ৩৪৫ জন ও মারা গেছেন ৬৭ জন।