রমেকে নমুনা পরীক্ষায় আরও ২০ জন শনাক্ত
এহসানুল হক সুমন ♦ রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ২০ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ১৬ জন, লালমনিরহাটে ৩ জন ও কুড়িগ্রামে ১ জন রয়েছে।
নতুন শনাক্তরা হলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কুড়িগ্রাম নাগেশ্বরীর এক বৃদ্ধ (৬৫), রংপুর নগরীর মাস্টারপাড়ার এক যুবক (২৮), অপর যুবক (২৩), ইসলামবাগের এক বৃদ্ধা (৬০), বাবুখাঁর এক বৃদ্ধ (৮৭), এক বৃদ্ধা (৭০), জুম্মাপাড়ার এক শিশু (১০), এক বৃদ্ধ (৭৬), এক নারী (২২), অপর নারী (২৪), মনোহরের এক পুরুষ (৩৫), ঠিকাদারপাড়ার এক পুরুষ (৪৫), গুপ্তপাড়ার এক বৃদ্ধ (৬৭), চারতলা মোড়ের এক নারী (২৪), শ্যামলী লেনের এক পুরুষ (৫২), আইডিয়াল মোড়ের এক নারী (৫২), শালবনের এক বৃদ্ধ (৬৫)।
এছাড়া লালমনিরহাট ১’শ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসাধীন এক পুরুষ (৩৪), এক পুরুষ (৩২) ও লালমনিরহাট পাটগ্রামে নীলফামারীর এক পুরুষ (৩৩) নতুন করে শনাক্ত হয়েছেন।
রোববার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।
রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ৪ হাজার ৮৯৫ জন ও সুস্থ্য হয়েছেন, ৪ হাজার ৫৫৩ জন। মারা গেছেন, ৮৮ জন।